top of page

বিকৃত আকাঙ্ক্ষা

  • Writer: Zisan Writes
    Zisan Writes
  • Sep 10, 2022
  • 1 min read

তোমার কাছে বেশি কিছুনা, না অঢেল সম্পদ, না রূপ না বাসনা শুধু চেয়েছিলাম সামান্য ভালোবাসা; এতেই কৃপণতা? হায়! কি করবে ঐ ভালোবাসার?


যদি নাই থাকে বিশ্বাস, ছোট স্বপ্ন আর আশ্বাস? কি করবে ঐ ভালোবাসার?


বেশি কিছুনা চাইনা! দিন শেষে কপালে চুমু, জিজ্ঞাসা ভালো আছো রেণু? সপ্তাহে একটি গোলাপ ; ঘাস ফুল হলেও মন্দ না খুব বেশি না; বছরে একটা শাড়ি? হাতে ধরে একটু বাড়াবাড়ি রাগ কমানোর চেষ্টা অথবা আমার প্রতি তৃষ্ণা! এক জীবনে যদি ভালোবাসাই না থাকল, থাকল একাকীত্বের সঙ্গ; যাও চলে যাও থাকতে পারব এমনি।


কারণ থেকে যাওয়া কষ্টকর, দূরে গেলে সহনীয় হয়ে যাবে। ছোট স্বপ্ন আর থাকবেনা, থাকবেনা চাওয়া তোমার অবহেলা; হেলায় যে জীবন গেল সে অবহেলা সহ্য করতে পারেনা।

Commenti


  • Facebook
  • Twitter
  • Instagram
bottom of page