বঞ্চিত ভালোবাসা
- Zisan Writes
- Aug 30, 2022
- 1 min read
ভালোবাসা যাচ্ছে চলে যাক, ভালোবাসার অনেক কিছু বাকি সকালের উষ্ণতা বাকি, বিকেলের কোমল রোদ বাকি, সন্ধ্যা তাঁরা বাকি, স্নিগ্ধ চাঁদের আলো বাকি, সুন্দর সুন্দর বই বাকি বাকি বর্ষা, এক কাপ চা, বিকেলের আড্ডা বাকি প্রেম, বাকি স্বপ্ন ও লালসা বাকি আছে কত কিছুই জানি, প্রিয় জায়গা প্রিয় মুখ ও প্রিয় জনের হাসি দেখলে? আমাদের এতো ভালোবাসা, এতো জনের ভাগ বঞ্চিত হলো সবাই, পেল একজনই সব ভাগ।
আমার কাছে ভালোবাসা; তেমন কোন আহাজারি না শুধু বুকের ভেতর ছোট একটা হতাশা; জীবন ভরের তৃষ্ণা।
Comments