top of page

বৃষ্টি ও আমি এবং একটি কবিতা

  • Writer: Zisan Writes
    Zisan Writes
  • Sep 10, 2022
  • 2 min read

বুধবার, রাত ২ঃ৩০ মিনিট।


বাহিরে বৃষ্টি পড়ছে, দমকা হাওয়া জানালা খুলে গেছে। এর ফলে ঘর শীতল। কিছুক্ষণ আগে কারেন্ট চলে গেছে। বৃষ্টির শব্দ ও ঘ্রাণের সাথে নানান শব্দ শোনা যাচ্ছে। আমার প্রধান ভয় দরজাটা। বরাবরই মনে হচ্ছে কেউ পেছন দিক হতে এসে ধরবে। তাই কোন কিছুর শব্দ পেলেই চমকে যাচ্ছি। অলসতার কারণে দরজা বন্ধ করতে ইচ্ছে করছেনা, ঘুম পাচ্ছে আবার হালকা প্রকৃতির ডাক এসেছে। বলা বাহুল্য আমি তো উঠব না। কারণ পরিবেশ টা যথারীতি অশরীরী। ইতিমধ্যে বৃষ্টি আমায় জেকে বসেছে, একটা বৃষ্টির গান আর পুরনো স্মৃতি মনে করতে ইচ্ছে করছে। কিন্তু আমার বৃষ্টি নিয়ে তেমন কোন স্মৃতি নেই। বিশেষ করে রাত্রের বৃষ্টি। শুধু একবার ভিজেছিলাম, অসাধারণ অনুভূতি ছিল। রাস্তা পুরো ফাকা, দমকা হাওয়া আর খুব ঠান্ডা প্রতিটা ফোঁটা। মনে হচ্ছিল ওখানেই বসে পরি আর স্মৃতি মনে করি। যেহেতু আমার বৃষ্টি সম্পর্কে স্মৃতি নেই তাই বসতেও পারলাম না। এছাড়া এলাকার মানুষ পাগল ছাড়া কিছু ডাকবেনা। তবে দিনের বৃষ্টি নিয়ে কিছু স্মৃতি মনে পড়ছে, পড়বেনা কেন ? বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টিতে ভিজেই কতবার ফুটবল খেলেছি। ধূচ্ছাই, ইমোশনাল কোন স্মৃতি দরকার। উম, বলা যায় কারো সাথে প্রথম বৃষ্টিতে ভেজার কথা, অথবা বৃষ্টিতে ভিজে অপেক্ষা করা, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা। সেই অনুভূতিগুলো বেশ ছিল। তবে আসলে এমন কোন স্মৃতি নেই আমার। তবে আগে যখনি বৃষ্টি হতো বন্ধুকে নিয়ে বেড়িয়ে পড়তাম। বাসা থেকে পার্ক ও পুরো শহর বৃষ্টিতে ভিজে ঘুরতাম। এই স্মৃতি টা মধুর ছিল, এখানে কোন বিষন্নতা বা অপেক্ষা ছিল না।


কিছুক্ষণ পরেই কারেন্ট চলে আসল। এখন এপিটাফ গান টা শুনতে ইচ্ছে করছে। ছাদে যাওয়া গেলে ভালো হতো। যদিও আমার ছোট্ট হৃদয় এতো বড় ভয় নিতে পারবেনা। যাই হোক, বৃষ্টির সময় আমার লিখতে ইচ্ছে করে। যেমন এখন লিখছি, আর একটা কবিতা লিখেছি। এর আগেও বেশ কিছু বৃষ্টির সময় কবিতা লিখেছি, এই সময় টা কবিতা লিখার জন্য দাড়ুন। কারণ ....... । জানা নেই বা বলার ইচ্ছা নেই। তবে কবিতাটা নিচে দিলাম। অন্য রকম রাত আজ এক অন্য রকম রাত, বৃষ্টির রাত, বিষন্নতা ও প্রেমের রাত অলসতার ঘুম অথবা লালসার রাত, বজ্রের শব্দে ঘুম ভাঙার রাত । বারান্দায় বসে এক কাপ চা,অথবা প্রেমিকার জন্য কবিতা লেখার রাত । দুঃখী মানুষের কষ্টের রাত, প্রতিটা ফোটার সাথে কুঁকড়ে যাওয়া গরিবের কষ্টের শব্দ হারিয়ে যাওয়ার রাত । আজকের এ রাত আগামী কালের ভাবনা, নতুন সূর্যদয় এবং সবুজাভ প্রকৃতির কামনা । শীত ও বর্ষার ভালোবাসা অথবা মেঘ কন্যার কান্না । তাই এ রাত অমর থাক, প্রতিটা মানুষের জীবন সুখ, অথবা অলস ঘুমে তলীয়ে যাক ।

Comments


  • Facebook
  • Twitter
  • Instagram
bottom of page