top of page

একা অথবা একা

  • Writer: Zisan Writes
    Zisan Writes
  • Sep 11, 2022
  • 1 min read

দুঃখ গুলো স্বপ্নের সাথে খেলে,

রাখবেনা কথা তাই হাহা করে হাসে।

বেদনার শব্দ ধামাচাপা যায়,


না! এভাবে কি বাচা যায় ?

নিজেকে খুব একা একা লাগে,

হয়না কথা বলা কাউকে,

কষ্টের সাথে খেলতে লাগে ভালো,

না ! কেউ শুনবি না কি আজো ?


এখন শুধু নিশ্বাসের শব্দ পাই,

বাহিরের হাসি খুশি প্রাণ,

ভেতরে তিলে তিলে মারে।

কইনা কথা কাউকে, যদি সে ব্যাঙ্গ করে।


কবে সেই হার মেনেছি,

লাশ টা নিয়ে বেচে আছি,

আর কতদিন, কত কষ্টের পর-

দাফন করব নিথর এ দেহ।


পচা এখন দূর্গন্ধ পাই,

খাবেকি শকুন, মাটি দিবে কি ঠাই ?

কাদবে কি কেউ লাশের পাশে বসে-

যদি পারতাম প্রশ্ন করতাম শেষে,

এতো অভিনয় কোথায় রেখেছিলে ?

Comments


  • Facebook
  • Twitter
  • Instagram
bottom of page