top of page

অলসতায় প্রেম

  • Writer: Zisan Writes
    Zisan Writes
  • Sep 11, 2022
  • 1 min read

আজ অলসতার দিন, সারাদিন বৃষ্টি হবে। টেবিলে খোলা বইয়ের পাতা, মৃদু বাতাসে উলট পালট হবে। আমি সারাদিন শুয়ে থাকব, আজ আর প্রেমিকার কথা ভাববো না। আজ আর বেদনায় ভাসবোনা, আজ আমি অলস সময় কাটাব।

বহুদিন কেটে যাবে, আমি অলস সময় কাটাব।

অলসতায় শুয়ে বৃষ্টি দেখব, মাঝে মাঝে তার কথা ভাববো, মেঘের মাঝে তাকে খুজে নিব। কল্পণায় প্রেম করব, তবুও অলস সময় ছাড়ব না।

এখন সে কেমন আছে ভাবছি, সেতো বৃষ্টি ভালোবাসে, আমার কথা কি ভাবছে। সেতো আবার খুব অনিয়ম করে, কিজানি কি করছে।

নাকি সেও অলস সময়ে আমার কথা ভাবছে, হয়তো সে কবিতা লিখবেনা, লিখবে গদ্য। পদ্য আর গদ্যে যে ভালোবাসা, তা আমরাই হয়তো।


অনেক সময় হলো, অলস সময়ে তাকে পাচ্ছিনা, কোথায় সে হারালো। এইতো ঘন্টা খানেক আগে কথা হলো।


Comments


  • Facebook
  • Twitter
  • Instagram
bottom of page