মধ্যাহ্নে
- Zisan Writes
- Sep 14, 2022
- 1 min read

এই দুপুরে আমি একা দাঁড়িয়ে,
আকাশ আয়নার মত উজ্জ্বল আর
হাতে কিছু হলুদ ফুল.
পাশ দিয়ে হেটে যাওয়া করুণ সব মুখ
দূরে ট্রেনের লাল বাতী
গাড়ির হর্নের আওয়াজ।
কুকুরের খাবারের খোজে
ঝিঝি পোকা বোধ হয় গেছে ঘুমিয়ে,
আচ্ছা পাখিরা সব কই ?
শহরের সব কাক কি গেছে আমার জানাজায় ?
দূর থেকে কান্নার আওয়াজ পাই,
কত কিছু ঘটে যায় চারপাশে
ত্রিশ মিনিট দেড়ি হলেও ট্রেন আসে,
এক ঘন্টার জ্যামের পরেও প্রিয়জন বাসায় ফেরে
আমি কেন একা দাঁড়িয়ে, এই মধ্যাহ্নে
একা, অপেক্ষায় ? হলুদ ফুল হাতে।
Comments